বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীকে হুমকি তৃণমূল নেতার : অভিযোগ প্রশাসনের কাছে

13th September 2021 3:57 pm বাঁকুড়া
বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীকে হুমকি তৃণমূল নেতার : অভিযোগ প্রশাসনের কাছে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বিজেপি মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী কৃষ্ণা হালদারকে বাড়ি ঢুকে হুমকি, মারধোর ও জোর  মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো বাঁকুড়া জেলা তৃণমূল সাধারণ সম্পাদক নিতাই চক্রবর্ত্তীর বিরুদ্ধে। সোমবার সকালে তালডাংরার সাতমৌলি গ্রাম পঞ্চায়েতের মাণ্ডি গ্রামের ঘটনা। 

    মহিলা মোর্চা সভানেত্রী কৃষ্ণা হালদারের অভিযোগ, এদিন সকালে সদবদলে তৃণমূল সাধারণ সম্পাদক নিতাই চক্রবর্ত্তী তাকে ও তার মেয়েকে বাড়িতে ঢুকে মারধোর করেছেন। এদিন গালিগালাজের মিথ্যা অভিযোগ করে তার উপর সপারিষদ ঐ তৃণমূল কর্মী মারধোর করেছেন বলে তিনি অভিযোগ করেন।

    এবিষয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থীর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই মহিলা মোর্চা নেত্রী কৃষ্ণা হালদার ও মেয়েকে মারধোর করা হয়েছে। আর ঐ কাজে জেলা তৃণমূল সাধারণ সম্পাদক নিতাই চক্রবর্ত্তী যুক্ত বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি আরো বলেন, বিজেপি করার অপরাধে তিনি তিন মাস 'ঘরছাড়া' ছিলেন। বাড়ি ফেরার পর তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

   অভিযুক্ত জেলা তৃণমূল সাধারণ সম্পাদক নিতাই চক্রবর্ত্তী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঐ বিজেপি নেত্রীই ভোটের আগে সপরিবারে জ্বালিয়ে খুনের হুমকি দিয়েছিলেন। এখন আবার গালিগালাজ শুরু করেছেন। তাকে মারধোর বা হুমকি নয়, রাজনীতির উর্দ্ধে উঠে গ্রামের একজন মানুষ হিসেবে ভালোভাবে থাকার পরামর্শ তিনি দিয়েছিলেন বলে জানান। 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।